স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। রোববার রাতে জাভি হার্নান্দেজের শিষ্যরা মাদ্রিদের দল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। ওসমান দেম্বেলে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন। এই জয়কে তাই লিগ শিরোপা জেতার মিশনে বিশেষ কিছু হিসেবে মনে করছেন বার্সা কোচ।
ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতি থেকে জিততে জানি, এস্পানিওলের বিপক্ষে সেরাটা খেলতে পারিনি, আজও না। তবে আমরা সংগ্রাম করেছি, জাত চিনিয়ে তিনটা স্বর্ণালী পয়েন্ট নিয়ে এসেছি। আমরা লিগ জেতার জন্য টেবিলের চূড়ায় আছি।’
ওয়ান্ডা মেট্রোপলিটানোয় দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে লিগ টেবিলে পয়েন্টের হিসেবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সিমেওনের অ্যাথলেটিকো।
অ্যাথলেটিকোর বিপক্ষে জয়ের পর বার্সা কোচ আলাদা করে প্রশংসা করেছেন দলের রক্ষণভাগের। নিজেদের সীমানায় কোন ভুল না করার ফল যে কত মধুর তা জানালেন তিনি, ‘তারা অনেক চাপ প্রয়োগ করেছে। আমরা সেসব সামলে নিয়েছি। তিনটা পয়েন্ট আদায় করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post