স্পোর্টস ডেস্কঃ জনপ্রিয় বক্সার তিনবারের ডব্লিউবিসি এশিয়া বিজয়ী নিরাজ গোয়াত সম্প্রতিক উজবেকিস্তানে বিশ্ব বক্সিং কাউন্সিলের সেমিনারে অংশ নেন।
বিশ্ব বক্সিংয়ে একাধিক নামকরা বক্সাররা এই সেমিনারে মিলিত হন। যেখানে ছিলেন মাইক টাইসন, হোলিফিল্ড, জুলিও সিজার, অলেক্সজান্ডার, শ্যানন ব্রিগস ও আমির খানরাও ছিলেন।
সেমিনারে এইসব আইকনকি ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ মেলে নিরাজের। তাদের সঙ্গে ভারতীয় বক্সিংয়ের সাম্প্রতিক অবস্থা, ভিতরকার খবর এবং বিশ্ব মঞ্চে ভারতীয় বক্সারদের জয়ের বিষয়ে আলাপ করেন।
এক বার্তায় বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বক্সিং কিংবদন্তিদের উপস্থিতিতে থাকা দারুণ অভিজ্ঞতা ছিল। যারা আমার মতো ক্রীড়াবিদদের জন্য পথ তৈরি করেছে, বিশেষ করে আমার রোল মডেল মাইক টাইসন যিনি বিশ্ব পেশাদার বক্সিংয়ের আয়রন ম্যান হিসাবেও পরিচিত।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় বক্সিং সম্পর্কে তাদের মতামত খুবই পজিটিভ। তাদের কথা আমাকে অনুপ্রাণিত করেছে ভারতকে আরও জয় এনে দেওয়ার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post