স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশের ওপেনারদের ব্যর্থতায় অনেকেই মিস করছেন জাতীয় দলের নির্ভরযোগ্য তারকা তামিম ইকবালকে। বাঁহাতি এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের বেশ বেগ পেতে হচ্ছে। যদিও তামিম পরিপূর্ণ সুস্থ ছিলেন না। বিশ্বকাপে যার কারণে তাকে রাখা হয়নি।
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হবে মহারাষ্ট্রের পুনেতে। এই ম্যাচের আগে কোচ হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে উঠে এলো তামিম প্রসঙ্গ। কোচের কাছে জানতে চাওয়া হয়, তামিমকে মিস করছেন কিনা।
হাথুরু বলেন, ‘তামিম এখানে নেই, তাই তাকে মিস করছি কি না বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো কিন্তু এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’
তবে ব্যাটিং ব্যর্থতার জন্য শুধু তামিমের না থাকাকেই দায় দিতে চান না কোচ হাথুরুসিংহে, ‘আমার মনে হয় না আমরা সেটল নই। আমরা শুধু পারফর্ম করতে পারছি না। অবশ্যই খেলোয়াড়েরা নিজেরাও আরও ভালো করতে চাইছে। আমি আগে যেমনটা বলেছি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারছি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post