স্পোর্টস ডেস্কঃ আইসিসির বিশ্বকাপ ইতিহাসে সাত বার সেমি ফাইনাল খেললেও, কখনোই ফাইনাল খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। অবশেষে সেই গেরো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খুলে এইডেন মার্করামের দল। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় প্রোটিয়া। ক্রিকেট ইতিহাসে প্রথম শিরোপার কাছেও ছিল দলটি। ভারতের বিপক্ষে ফাইনালের মহারণে ম্যাচটা নিজেদের আয়ত্ত্বে নিয়েও এসেছিল প্রায়। তবে শেষ পর্যন্ত আর সেটা হয়নি।
নিশ্চিত শিরোপা জয়, নিজেদের হাতেই খুইয়ে চোকার্স উপাধি আরও পোক্ত করল দক্ষিণ আফ্রিকা। একটা সময় ৬ উইকেট হাতে রেখে ৩০ বলে ৩০ রান প্রয়োজন ছিল দলের। তবে সেখান থেকে এমন হার, একদমই অপ্রত্যাশিত ছিল। ম্যাচ শেষে সেই হারের যন্ত্রণা মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও। জানিয়েছেন, বলে বোঝাতে পারবেন না সেটা।
মার্করাম বলেন, ”সত্যি বলতে, আমি বলে বোঝাতে পারব না…(হারের যন্ত্রণা)। এটা কঠিন। দারুণ সব ছেলেদের নিয়ে গড়া এই দল। আমার মতে, সত্যিই তাদের ভালো কিছু প্রাপ্য।’
‘সত্যি বলতে, এই টুর্নামেন্টে আসার আগে আমার খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল। সময় যত এগিয়েছে, সেই অনুভূতি আরও পোক্ত হয়েছে। তাই এখন এটি মেনে নেওয়া বেশ কঠিন। তবে খেলাধুলার পুরো ব্যাপারটিই এরকম। কেউ জিতবে, কেউ হারবে। আমরা ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে জ্বলে উঠতে চেষ্টা করব।’ যোগ করেন প্রোটিয়া অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post