স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেই ‘রেকর্ড’ হয়। পর্তুগিজ ফুটবল রাজা প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন। সবশেষ ম্যাচে গোল না পেলেও বিশ্বকাপের পর নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনের তিন ম্যাচে চার গোল করেছেন।
কাতার বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে পারেননি। এরপর অনেকেই সিআর সেভের আন্তর্জাতিক ফুটবলের শেষ দেখে ছিলেন। তবে তিনি খেলছেন, খেলে যেতে চান। কারণ জাতীয় দলে খেলা একটা স্বপ্নের মতো।
আন্তর্জাতিক ফুটবলে বহু ‘রেকর্ড’ গড়েছেন, ক্লাব ফুটবলেও অনেক ‘রেকর্ড’র মালিক রোনালদো। এবার আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে রাতে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচটি দিয়েই জাতীয় দলের জার্সিতে ২০০ ম্যাচ খেলার ‘রেকর্ড’ গড়বেন সিআর সেভেন।
ডাবল সেঞ্চুরির মাইলফলকে দাঁড়িয়ে তিনি জানালেন, কখনোই রেকর্ডের পেছনে ছুটেননি। ‘রেকর্ড’ই তার পিছু নেয়। যতদিন সম্ভব জাতীয় দলে খেলতে চান। জাতীয় দলে খেলা একটা স্বপ্ন। জাতীয় দলকে তিনি কতটা ভালোবাসেন সেটা তিনি প্রমাণ করছেন এতো ম্যাচ খেলে বলেও মন্তব্য করেছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ‘রেকর্ড’ ও জাতীয় দলে খেলা নিয়ে নিয়ে সাংবাদিকদের বলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। দুইশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, এটা প্রমাণ করে, আমি আমার দেশ ও জাতীয় দলকে কতটা ভালোবাসি। আমি কখনো ‘রেকর্ড’র পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা একটা অনুপ্রেরণা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post