স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার ডাবলিনে আইরিশদের জয় ৫ উইকেটে। ১৮৩ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। অপ্রত্যাশিত হারে পাকিস্তান অধিনায়ক বাবর আজম দুষছেন পাকিস্তানে বোলিং ও ফিল্ডিংকে।
ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘প্রথম ৬ ওভারে আমরা ভালো শুরু করিনি। পিচ অসম গতির ছিল, বাউন্স ছিল। আমার শুরুর ধাক্কা ভালোভাবে সামলে উঠেছিলাম, শেষ পর্যন্ত ১৮২ রান তুলতে পারি। কিন্তু আমার মনে হয় এই উইকেট ১৯০ রানের। কিন্তু আমি মনে করি, আমরা বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হেরেছি। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, ফিল্ডিংয়ে কয়েকটি বাজে মিস হয়েছে, যা আমাদের ক্ষতি করেছে।’
সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে আয়ারল্যান্ডের দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল দুই দলের প্রথম সাক্ষাতে, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের দেখাতেই জয়ের স্বাদ পেল আইরিশরা। ২০০৯ সালে প্রথম দেখায় বিশ্বকাপের ম্যাচে জিতেছিল পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post