স্পোর্টস ডেস্কঃ রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ৫ উইকেটের জয় পায়। এই জয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে এক টেস্ট বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। টেস্টের তৃতীয় দিন স্বাগতিকদের ১৯২ রানের টার্গেট ছুঁড়ে দেয় বেন স্টোকসের দল।
ম্যাচ শেষে ক্রিকবাজে সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন বলেন, ‘ইংল্যান্ডের লড়াকু মানসিকতার দোষ আমি দিচ্ছি না। তবে আমি যেটা বলতে পারি যে তারা ব্যাটিংয়ে আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারত। ব্যাটিংটা তাদের ভুগিয়েছে। তারা ৫ উইকেটে ১২০ রান ছিল ও উইকেট যেমনই হোক, তারা ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে। আমার মতে সেখানেই তারা ম্যাচটা হেরেছে। আরও ৬০-৭০ রান করতে পারলে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারত।’
এদিকে এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থান মজবুত করেছে ভারত। ৮ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৬৪ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট আছে রোহিতদের। ৪ ম্যাচে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে ১৯ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের টেবিলে অষ্টমস্থানে আছে ইংল্যান্ড। ২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকল বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post