স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ইংল্যান্ড। শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে ইংলিশরা। এই সিরিজ দিয়ে ইংলিশদের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে জোফরা আর্চারের। আর ফেরার ম্যাচে দারুণ বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি।
এজবাস্টনে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৩ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৮৪ রান করেন দলটির অধিনায়ক জস বাটলার। ৫১ বলে ৮ চার ও ৩ ছক্কায় এই রান করেছেন ইনিংস উদ্বোধন করা বাটলার। জবাব দিতে নেমে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাটলারের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ওপেনার ফিল সল্টের (১৩) উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু এরপর দারুণ জুটি গড়েন বাটলার ও উইল জ্যাকস। এর মধ্যে জ্যাকস ২৩ বলে ৩৭ রান করে হারিস রৌফের শিকার হন। তবে জনি বেয়ারস্টোকে নিয়ে ফের লড়াই শুরু করেন বাটলার। ইংলিশ অধিনায়ক ফিফটি তুলে নিয়ে ছুটছিলেন সেঞ্চুরির দিকেও। বেয়ারস্টো (২১) অবশ্য বেশিদূর যেতে পারেননি। এরপ আসলে বাটলার একাই যা লড়াই করেছেন। ১৮তম ওভারের শেষ বলে হারিস রউফের দ্বিতীয় শিকার হওয়ার আগে বাটলার ৫১ বলে করেন ৮৪ রান। আর শেষদিকে ৪ বলে ১২ রান করেন আর্চার। বল হাতে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ইমাদ ও রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে নিয়ে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (০) ফেরান ইংলিশ স্পিনার মঈন আলী। এরপর সায়েম আইয়ুব (২) বিদায় নেন টপলির বলে। দারুণ খেলতে থাকা বাবর আজমকে (২৬ বলে ৩২ রান) বিদায় করে ব্রেক থ্রু এনে দেন মঈন। এরপর শাদাব খানকে (৩) বিদায় করেন আদিল রশিদ। আজম খানকে (১১) বিদায় করে প্রথম উইকেটের দেখা পান আর্চার। দলীয় ১০০ রানে রেখে লিয়াম লিভিংস্টোনের শিকার হন ফখর জামান। তার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৫ রান। তবে শেষদিকে লড়াই করেন ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিম। তবে কাজের কাজ হয় নি। ১৭ বলে ২৩ রান করা ইফতিখারকে ফেরান টপলি। ১৮তম ওভারে ফের আক্রমণে এসে ইমাদকে (১৩ বলে ২২ রান) বিদায় করেন আর্চার। তিনি ৪ ওভারে ২৮ রান খরচে নেন ২ উইকেট। এছাড়া টপলি ৩টি প মঈন ২টি উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post