স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আর্সেনাল। শনিবার রাতে মিকেল আর্তেতার দল ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। লিগ ও লিগ কাপ মিলিয়ে টানা ২ ম্যাচ হারার পর চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল গানাররা। এবার জয়ের ধারা ধরে রেখেছে তারা।
আর্সেনালের পক্ষে লিয়ান্দ্রো ট্রোসার্ড, উইলিয়াম স্যালিবা ও ওলেকজান্ডার জিনচেঙ্কো গোলগুলো করেন। বার্নলির বিপক্ষে ১টি গোল শোধ করেন জশ ব্রাউনহিল। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন আর্সেনালের ফাবিও ভিয়েরা। তবে জয় আটকে থাকে নি তাদের। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। স্বাগতিকরা প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেডলক খোলে। গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। চলতি মৌসুমে এটি এই বেলজিয়ানের পঞ্চম গোল। ৫৪ মিনিটে ব্রাউনহিলের গোলে সমতায় ফেরে বার্নলি। তবে সেই সুখ বেশিক্ষণ টেকেনি দলটির। ৫৭ মিনিটে গানারদের ফের এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম স্যালিবা। ৭৪ মিনিটে দারুণ এক গোলে আর্সেনালের জয় নিশ্চিত করেন ওলেকজান্ডার জিনচেঙ্কো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post