স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করলো আল নাসর। দ্বিতিয় লেগের ম্যাচে পর্তুগিজ তারকার গোলে আল নাসর ২-০ ব্যবধানে হারিয়েছে আল ফায়হাকে।
প্রথম লেগে রোনালদোর গোলে ১-০ ব্যবধানে জিতেছিলো নাসর। দ্বিতীয় লেগ জিতে ৩-০ ব্যবধানে শেষ আটে দলটি। গত রাতে নিজেদের মাঠে আল ফায়হাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।
আল ফায়হার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আল নাসর লিড নেয়। ওতাভিরও গোলে ১-০ এগিয়ে যায় দলটি। বিরতির আগে আল ফায়হা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ১-০’র লিড নিয়েই খেলেছিলো আল নাসর। তবে শেষ দিকে রোনালদো গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের ৮৬তম মিনিটে সতীর্থের দেওয়া পাস ধরে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষকের গ্লাভস ফাঁকি দিয়ে বল পাঠান জালে। তাতেই ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
শেষ আটে আল নাসর খেলবে আল আইনের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের এই ক্লাব মুখোমুখি হবে সৌদী আরবের ক্লাবটির সাথে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিংফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post