স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যই ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে ছিলেন। তবে সৌদী আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়া নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই বলছেন পড়ন্ত বেলায় ফুটবলের বড় প্রতিযোগিতা থেকে দূরে সরেছেন সিআর সেভেন।
তবে ক্রিস্টিয়ানো রোনালদো টিকই তার লক্ষ্য পূরণের পথেই হাঁটছেন। আল নাসেরের সঙ্গে চুক্তিতে একটি শর্ত রেখেছেন তিনি, যাতে করে তার চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছে পূরণ হয়। সৌদী ক্লাবটির সঙ্গে পর্তুগিজ তারকার চুক্তি আছে যাতে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেন।
সৌদী সরকারের মালিকানাধীন ক্লাব নিউ ক্যাসল যদি এবছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তবে আল নাসের থেকে ধারে তিনি নিউক্যাসলে যাবেন এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন, এমন শর্ত আছে রোনালদোর চুক্তিতে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমনটা জানিয়েছে।
‘রেকর্ড’ ২০০ মিলিয়ন চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ান পর্যায়ে ক্লাবটি থাকা ফুটবলের বড় আসরে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সৌদী আরবের সরকারের মালিকানাধীন নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারে। আর সেটা হলে রোনালদোকে আবারো দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































Discussion about this post