স্পোর্টস ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগের শিরোপা জিতল নিউইয়র্ক স্ট্রাইকার্স। ফাইনালে তারা ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে। গত রাতে আবুধাবিতে ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯১ রান করে। জবাব দিতে নেমে আসিফ আলীর ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় নিউইয়র্ক।
টি-টেনে এবারই প্রথমবার শিরোপা জিতল নিউইয়র্ক। গত দুই আসরে আসরটির চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান। এর আগে ২০১৯ সালে মারাঠা এরাবিয়ান্স এবং ২০২১ সালে নর্দান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছিল। তারও আগে ২০১৭ সালে কেরালা কিংস এবং ২০১৮ সালে নর্দান শিরোপা জিতেছিল। তবে এবার নতুন চ্যাম্পিয়ন পেলো টি-টেন লিগ।
ফাইনালে রান তাড়ায় মাত্র ৭ রানের মধ্যে দুই উইকেট হারায় নিউইয়র্ক। মোহাম্মদ ওয়াসিমকে ৬ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেরান ডেকানের পেসার ট্রেন্ট বোল্ট। এক রান করা রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে ফেরান নুয়ান থুসারা। দলীয় ৩৮ রানের মধ্যে ফিরে যান নিরোশান ডিকওয়েলাও। ১২ বলে ১৪ রান করে আন্দ্রে রাসেলের বলে ফিরে যান।
শেষ পর্যন্ত থেকে দলকে জেতান আসিফ আলী এবং কাইরন পোলার্ড। ২৫ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি তারকা ব্যাটার আসিফ। অধিনায়ক পোলার্ডের ব্যাটে আসে ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস। এর আগে রাসেল ও ডেভিড ভিসের ব্যাটে ৯১ রানের পুঁজি দাঁড় করায় ডেকান।অপরাজিত সর্বোচ্চ ৩০ রান আসে রাসেলের ব্যাটে। ১৮ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি করে চার-ছক্কার মার।
শেষদিকে ১১ বলে একটি চার ও দুটি ছক্কায় ঝড়ো গতিতে ২০ রান তুলে অপরাজিত থাকেন ভিসে। মূলত এই দুটি ইনিংসেই বড় লক্ষ্য গড়ে ডেকান। নিউইয়র্কের হয়ে মোহাম্মদ আমির এবং জর্জ স্ক্রিমশ খরুচে বোলিং করেন। তবে দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন।
মাত্র ২৫ বলে অপরাজিত ৪৮ রান ও ২ ক্যাচ ধরে ফাইনালের সেরা হয়েছেন নিউনিয়র্কের আসিফ। টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের আকিল হোসেন। ক্যারিবিয়ান এই স্পিনার টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post