স্পোর্টস ডেস্কঃ কোচ হোসে লুইস মেন্দিলিবারের অধীনে ইউরোপা লিগে সপ্তম শিরোপা জিতেছে সেভিয়া। গত সপ্তাহে স্প্যানিশ ক্লাবটিকে ইউরোপা লিগ জিতিয়ে চুক্তির মেয়াদ বাড়ালেন এই কোচ। ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন তিনি।
গত মার্চে আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পালিওকে সরিয়ে মেন্দিলিবারকে দায়িত্ব দেয় সেভিয়া। চুক্তি ছিল এই মৌসুমের শেষ পর্যন্ত। তবে নতুন চুক্তিতে আরেক বছর তিনি থাকবেন স্পেনের আন্দালুসিয়ার ক্লাবটিতে। এক বিবৃতিতে ৬২ বছর বয়সী মেন্দিলিবারের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায় সেভিয়া।
মেন্দিলিবার গত মার্চে দায়িত্ব নিয়ে লা লিগায় খুব একটা ভালো করতে পারেন নি। তবে ইউরোপা লিগ জিতে ইতিহাসের অংশ হয়েছেন লা লিগার পরিচিত এই কোচ। স্পেনের শীর্ষ লিগের দল এইবারে দীর্ঘদিন কোচ হিসেবে ছিলেন মেন্দিলিবার। এবার সেভিয়ার দায়িত্ব নিয়ে ইউরোপা লিগ জিতেছেন।
মেন্দিলিবা দায়িত্ব নেওয়ার পর ইউরোপা লিগে দাপট দেখায় সেভিয়া। ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো প্রতিযোগিতাটিকে চ্যাম্পিয়ন হয় দলটি। এর আগে সেমিফাইনালে তারা হারায় ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post