স্পোর্টস ডেস্কঃ চলমান ইউরো বাছাইয়ে অপরাজিত দল ইংল্যান্ড। ৭ ম্যাচ খেললেও হারে নি একটিতেও। সবশেষ গতরাতে মাল্টাকে হারিয়েছে থ্রি-লায়ন্সরা। ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে ২-০ গোল জিতেছে গ্যারেথ সাউথগেটের দল।
ম্যাচের ৮ মিনিটে ফিল ফোডেনের আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মাল্টার এনরিকো পেপে। তাতে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মাল্টা। ম্যাচের পুরোটা সময়ই খেলা ইংলিশদের নিয়ন্ত্রণে ছিল।
৭৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেইন। তাতে ২-০ গোলে এগিয়ে যায় দলটি। ৬২তম আন্তর্জাতিক গোল পেলেন বায়ার্ন মিউনিখে খেলা কেইন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথগেট শিষ্যরা। দারুণ আরেক জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানের জায়গাটি আরও শক্ত করল ইংল্যান্ড।
‘সি’ গ্রুপে ৭ ম্যাচ শেষে ৬ জয় ও ১ ড্র নিয়ে ইংল্যান্ডের পয়েন্ট ১৯। এদিকে গ্রুপের অন্য ম্যাচে শুক্রবার রাতে নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলে হারিয়েছে ইতালি। তারা ৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে ১৩ পয়েন্ট অর্জন করেছে। তাতে দলটি উঠে এসেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইউক্রেন।
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে নর্থ মেসিডোনিয়া। মাল্টা হেরেছে আট ম্যাচের সবগুলো। শেষ রাউন্ডে মুখোমুখি হবে ইতালি-ইউক্রেন। আর অন্য ম্যাচে নর্থ মেসিডোনিয়ার মাঠে আতিথ্য নেবে ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post