স্পোর্টস ডেস্কঃ ইতালিকে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের তৃতীয় মিনিটেই ইয়েরেমি পিনোর গোল এগিয়ে যায় স্পেন। কিন্তু পেনাল্টি থেকে অব্যর্থ লক্ষ্যভেদের মাধ্যমে ইতালিকে সমতায় ফিরিয়ে আনেন সিরো ইমোবিল। শেষ মুহুর্তে জোসেলুর জয়সুচক গোলটি ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ে স্পেন কোচ দে লা ফুয়েন্তের মাথা থেকে চাপের বোঝা কিছুটা হলেও কমেছে। গত মার্চে স্কটল্যান্ডের কাছে হারের পর থেকে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এটি ছিল দায়িত্ব গ্রহণেরর পর তার দ্বিতীয় ম্যাচ। ইতালিকে হারানোর পর তাই এই কোচের কণ্ঠে এখন স্বস্তির ছোঁয়া।
ম্যাচ শেষে ফুয়েন্তে বলেন, ‘আমাদের স্রেফ সময়ের প্রয়োজন ছিল। আমি সবসময় বলেছি, এটা একটি প্রক্রিয়া। দলে ভাবনা ও কৌশলগুলো প্রতিষ্ঠা করতে সময় লাগে। ওইদিন আমাদের ভাগ্য সহায় ছিল না, স্কটল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল পাইনি। তবে এখন দলের সবাই পরস্পরের সম্পর্কে আরও ভালো জানে এবং অনুশীলনে আরও বেশি সময় পাওয়ার কারণে বিষয়গুলো পাল্টেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post