নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইতিহাস গড়া এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ৫৪৬ রানের বিশাল জয় টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি বাংলাদেশের। এছাড়া ১৪০ বছরের বিশ্ব টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় বড় জয় এটি।
তবে এবারই প্রথম পাঁচ দিনের টেস্ট ম্যাচের হিসেবে কোনো দল ৫০০ বা এর বেশি রানে জিতল। যা কিনা নতুন বিশ্বরেকর্ড। বাংলাদেশের দখলে সেই রেকর্ড। ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম্যান্সে আফগানদের বিপক্ষে ২০১৯ সালে টেস্ট হারের তিক্ততারও প্রতিশোধ নিল টাইগাররা।
এই জয়ের অন্যতম কারিগর নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে রয়েছেন তিনি। যার ধারাবাহিকতা ধরে রাখলেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। শুধুমাত্র দারুণ ব্যাটিংই নয়, গড়েছেন নতুন ইতিহাসও। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। আর টেস্ট ইতিহাসে ৯১তম বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর ঘটনা এটি।
আফগানদের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৭৫ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৪৬ রানের দারুণ ইনিংস খেলেন শান্ত। এরপর দ্বিতীয় ইনিংসে ১৫১ বলে ১৫ বাউন্ডারিতে ১২৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি। টেস্টে চার সেঞ্চুরির দুটিই এসেছে এই ম্যাচে। এমন অসাধারণ পারফর্ম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা পুরষ্কারও ওঠেছে শান্ত’র হাতেই। অনেকটা একা হাতেই আফগানদের হারিয়ে দেওয়া শান্ত ভালো খেলার স্বীকৃতি পেলেন।
পারফর্ম করতে না পারায় একটা সময় সমালোচনা আর ট্রলের শিকার হতে হতো নাজমুল হোসেন শান্তকে। তবে সেই দিনগুলোকে পেছনে ফেলে, শান্ত এখন রানের ফোয়ারা ছড়াচ্ছেন। তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম্যান্সে প্রশংসায় ভাসছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post