স্পোর্টস ডেস্ক:: চীন সফর শেষে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে জাকার্তায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে লিওনেল স্কালোনির দল।
আগামি ১৯ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে ডি মারিয়ারা। বুং কারনো স্টেডিয়ামে স্টেডিয়ামে অনুষ্টিত হওয়া ম্যাচটি নিয়ে আনন্দের যেনো শেষ নেই স্থানীয় ফুটবল প্রেমীদের। অবশ্য এই আনন্দে কিছুটা জল ঢেলে দিয়েছে মেসির থাকা।
স্কালোনি তার দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে ছুটি দিয়েছেন। এই ম্যাচ খেলবেন না মেসি। তিনি বিশ্রাম করবেন। যার কারণে কিছুটা হতাশ ইন্দোনেশিয়ার ফুটবল প্রেমীরাও। তবুও বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ দেখতে তারা মুখিয়ে আছেন।
জাকার্তায় পৌঁছানো আর্জেন্টিনাকে বিমানবন্দরেই দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা। দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয় বিশেষ গিফট। যে সংবর্ধনায় দারুণ সন্তুুষ্ট আর্জেন্টিনা। আর্জেন্টনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তফে বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল দলকে এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট এরিক থোহিরকে অনেক ধন্যবাদ। এখানে এসে আমরা অনেক খুশি। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post