নিজস্ব প্রতিবেদকঃ ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানের নেতৃত্বে এবারের আসরে খেলবে বাংলাদেশ। সহ-অধিনায়ক হিসেবে আছেন ওপেনার জাকির হাসান। আগামী ১৪ জুলাই শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের দলেও আছেন সৌম্য সরকারও।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সৌম্য। ঘরোয়া ক্রিকেটে করতে পারছেন না তেমন কিছু। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে করেন ২৯৩ রান। ছিল একটি সেঞ্চুরি। সে অর্থে প্রিমিয়ার লিগটা তেমন ভালো কাটেনি তাঁর। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সৌম্য।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই দারুণ করা জাকির। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী তারকারাও জায়গা পেয়েছেন ১৫ জনের দলে।
১৪ জুলাই উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অন্য ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ১৬ জুলাই ওমান এবং একদিন পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জুলাই হবে দুটি সেমি-ফাইনাল, একদিন পর ফাইনাল। যদিও ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয় নি।
বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড-
সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাইম শেখ
রিজার্ভ- অমিত হাসান, সুমন খান, হাসান মুরাদ ও নাইম হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post