স্পোর্টস ডেস্ক:: ম্যাচটা ‘ড্র’ হলেও বার্সার জন্য শিরোপা জয়ের অপেক্ষা কিছুটা বাড়তো। যদিও বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়া অনেকটা নিশ্চিতই ছিলো। তবে ম্যাচ ‘ড্র’ করে সেই অপেক্ষা আর বাড়াতে চাইলো না বার্সেলোনা। এস্পানিওলকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো বার্সা।
এস্পানিওলের ঘরের মাঠে জেতার জন্য অবশ্য কষ্ট করতে হয়েছে বার্সাকে। দুই দলের ম্যচটির প্রথমার্ধে কোনো গোলের দেখা মিলেনি। বার্সার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় স্বাগতিকরা। গোল শুন্য ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরপরই অবশ্য লামিন ইয়ামাল দলের শিরোপা নিশ্চিত করে ম্যাচের। ৫৩তম মিনিটে তার করা গোলে বার্সার ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত হয়। ১৭ বছর বয়সি ইয়ামাল বক্সের কোণা থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জড়ান জালের উপরের বাঁ দিকে। বার্সা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
লিডে থাকা বার্সাকে আর গোল শোধ দিতে পারেনি এস্পানিওল। উল্টো হজম করে আরেক গোল। ম্যাচের অতিরিক্ত সময়ে ফারমিন লোপেজ ২-০ গোলের জয় নিশ্চিত করেন। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, এই লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রফির হ্যাটট্রিক করলেন। তার দল রিয়াল মাদ্রিদকে দুটি ঘরোয়া কাপ ফাইনালেই হারিয়েছে এবং চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকো ম্যাচেই জয় পেয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০