স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে গড়লেন দারুণ এক রেকর্ড। ইউরোপ সেরার মঞ্চে ইয়ামালই এখন পর্যন্ত সবচেয়ে কমবয়সী ফুটবলার। সেটি অবশ্য নক আউট পর্বের হিসেবে। অন্যদিকে রবার্ত লেভানডফস্কিও রেকর্ড গড়েছেন বার্সার হয়ে গোল করে।
গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির মাঠে খেলেছে বার্সা। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। লেভার গোলে পিছিয়ে পড়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন। প্রথম লেগ ড্র করা কাতালানরা দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে। আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ।
দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে প্রথমে গোল করে বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে ব্যবধান তৈরি করে লেভা। পিছিয়ে পড়ার ১৫ মিনিট পর (৭৫ মিনিট) গোল করে সমতায় ফেরে নাপোলি। স্বাগতিকদের হয়ে এই গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওসিমেন।
এরপর কয়েক দফা আক্রমণ করে নাপোলি। তবে লক্ষ্য ভেদ করতে পারেনি। ম্যাচের অতিরিক্ত ৫ মিনিটে দারুণ একটি সুযোগ মিস করে বার্সা। লেওয়ানডস্কির অ্যাসিস্টে বল পেয়ে বাঁপায়ের দারুণ শট করেছিলেন ইলকে গুনদোগান। তার শটটি গোলবারের বাঁপাশ ঘেষে চলে যায়। শেষ পর্যন্ত ১-১ সমতায় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post