স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরের শুরু থেকে দারুণ ফর্মে কলকাতা নাইট রাইডার্স। উড়তে থাকা শ্রেয়াস আইয়ারের দল অবশ্য নিজেদের চতুর্থ ম্যাচে এসে হার দেখল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সোমবার বড় ব্যবধানে হেরেছে তারা।
এম চিদাম্বর স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩৭ রানের বেশি করতে পারে নি কলকাতা। রান তাড়ায় ৭ উইকেটের বড় জয় পায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে ঝড়ো সূচনা এনে দেন রাচিন রবীন্দ্র। ৩.২ ওভারে আউট হওয়ার আগে রতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ২৭ রান দলের স্কোরবোর্ডে জমা করেন। ৮ বলে ১৫ রান করে আউট হন রাচিন।
রাচিনের বিদায়ের পর ব্যাট চালিয়ে খেলার দায়িত্বটা নেন ড্যারেল মিচেল। অন্যদিকে অধিনায়ক গায়কোয়াড় দেখেশুনে খেলছিলেন। এই জুটিতে ৫৫ বলে ৭০ রান যোগ হয়। ১৯ বলে ২৫ রান করা মিচেলকে বোল্ড করে জুটি ভাঙেন সুনীল নারিন। ৪৫ বলে অর্ধশতক তুলে নেন চেন্নাই দলপতি গায়কোয়াড়। অন্যদিকে উইকেটে এসে মেরে খেলতে থাকেন শিভম দুবে। তবে জয় থেকে ৩ রান দূরে থাকতে অরোরার বলে বোল্ড হয়ে যান তিনি। ১৮ বলে ১ চার ও ৩ ছয়ে ২৮ রান করেন তিনি।
গায়কোয়াড় শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন। শেষে নেমে ৩ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন মাহেন্দ্র সিং ধোনি। কলকাতার পক্ষে বৈভব অরোরা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি পান নারিন। এর আগে কলকাতার ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে নারাইন ও রঘুবংশীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৬ রানের জুটি। চেন্নাইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট পেসার তুষার দেশপান্ডের। ১৮ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। মুস্তাফিজুর রহমানকে কলকাতার ইনিংসে ২য়, ৬ষ্ঠ, ১৮তম ও ২০তম ওভারে ব্যবহার করেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ।
বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের কাজে মুস্তাফিজ জরুরি দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ মিস করেছেন। আর তাতে হাতছাড়া হয় পার্পল ক্যাপ। তবে সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট. ইকোনমি রেট ৮.৮। আর তাতে আবারও পার্পল ক্যাপ ফিরে পেলেন। এর আগে আসরে দলের প্রথম তিন ম্যাচেই খেলেন তিনি। প্রথম ম্যাচে আইপিএলে নিজের সেরা বোলিংয়ে ২৯ রানে নেন ৪ উইকেট। পরের ম্যাচে ৩০ রানে তার প্রাপ্তি ছিল ২টি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিংয়ে তিনি একটি উইকেট পান ৪৭ রান দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post