স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে দিল উরুগুয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ২-০ গোলে জিতেছে উরুগুইয়ানরা। রোনালদ আরাউহো গোল করার পর ব্যবধান বাড়ান দারউন নুনেজ। তাতে টানা জয়ে ছেঁদ পড়ল লিওনেল মেসিদের। টানা ১৪ জয়ের পর হারল তারা।
বুয়েন্স অ্যাইরসে পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে নিয়ে ১২টি শট মারে আর্জেন্টিনা, যার তিনটি ছিলো লক্ষ্যে। ৩৭ শতাংশ বল দখলে রেখে ৬ শটের ২টা লক্ষ্য রেখে দুইটাই গোলে ঢুকায় উরুগুয়ে। বাছাইপর্বে এবার ৬ষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম হার দেখল মেসির আর্জেন্টিনা। হারলেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে উরুগুয়ে।
গত বছর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচ জিতে উড়ছিল আর্জেন্টিনা। তাদেরকে এবার মাটিতে নামাল উরুগুয়ে; আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার কৌশল মেলে ধরে। বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারল আর্জেন্টিনা। লিওনেল মেসি পারলেন না দলের ত্রাতা হয়ে উঠতে। তবে ম্যাচ শেষে উরুগুয়ের তরুণ ফুটবলারদের ‘আচরণ’ শিখতে বললেন তিনি!
১৯তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলার ম্যানুয়েল উগারতে। ফাউল নিয়ে ও উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির আপত্তি না থাকলেও এই অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, এই ফুটবলারদের আরও শিখতে হবে।
মেসি বলেন, ‘খেলায় আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের (উরুগুয়ে তরুণ ফুটবলার) সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post