স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারল না লিভারপুল। শেষদিকে দারুণ সুযোগ পেয়েও অলরেড শিবিরে হাসি ফোটাতে পারেননি লুইস দিয়াজ। ওল্ড ট্র্যাফোর্ডে অলরেডদের রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই ড্রয়ের ফলে শিরোপাভাগ্যও আর রইল না তাদের হাতে। টেবিলের প্রথম তিন দলের মধ্যে পার্থক্য ফের নেমে এলো ১ পয়েন্টে। ৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে না পারায় হতাশ লিভারপুলের খেলোয়াড়েরা। ম্যাচ শেষে অধিনায়ক ফন ডাইক তো ড্রকে হারের সঙ্গেই তুলনা করলেন, ‘এটা (২–২ গোলের ড্র) হারের মতো। আবারও আমরা ভুল করেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post