স্পোর্টস ডেস্কঃ বড়সড় এক ধাক্কা খেল লিভারপুল। দলটির তারকা ফুটবলার ভার্জিল ফন ডাইক ছিটকে গেছেন মাঠের বাইরে। সেটাও লম্বা সময়ের জন্য। এই ডাচ ফুটবলার হ্যামিস্ট্রিংয়ের চোটে ভুগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।
গেল রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল লিভারপুল। সেই ম্যাচে ৩-১ গোলের জয় পায় অলরেডরা। তবে ম্যাচের প্রথমার্ধ শেষেই ফন ডাইককে তুলে নেওয়া হয় মাঠ থেকে। এরপরই জানা যায় হ্যামিস্ট্রিংয়ের চোটে ভুগছেন ডাচ তারকা।
আর এর ফলে আগামী এক মাস কিংবা তারও বেশি সময় মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ফন ডাইককে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ক্লপ। নিজেরা যে বড় ধাক্কা খেয়েছেন, সেটা অকপট স্বীকার করেছেন অলরেড বস। মূলত টানা খেলার ধকলের জন্যই এই চোট।
এই প্রসঙ্গে ক্লপ বলেন, ‘ভার্জিলেরটি (চোট) আমাদের জন্য বড় ধাক্কা ছিল। সেও বিষয়টি সেভাবে বুঝে উঠতে পারেনি। চোটটা বেশ কঠিন ছিল। আমরা কয়েক সপ্তাহের কথা বলছি, এক মাসের বেশিও হতে পারে। তবে আমি আশা করি দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তার জন্য এটা কঠিন, তবে সাম্প্রতিক বছরগুলোতে অবিশ্বাস্য পরিমাণে ম্যাচ খেলেছে সে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post