স্পোর্টস ডেস্ক:: এক সঙ্গেই চোট পেলেন বাংলাদেশের তিন ওপেনার। আফগান সিরিজের আগে টাইগার ওপেনার চোট পাওয়ায় অস্বস্তিতে টিম ম্যানেজম্যান্ট। বুধবার থেকে শুরু হয়েছে আফগানিস্তান সিরিজের অনুশীলন ক্যাম্প।
বৃহস্পতিবার ক্যাম্পের দ্বিতীয় দিন অনুশীলনে চোটগ্রস্ত হন ওপেনার তামিম ইকবাল, লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এর মধ্যে ওয়ানডে অধিনায়ক তামিমের পুরনো চোট নতুন করে ফিরেছে। পুরনো পিঠের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছে টাইগার ড্যাশিং ওপেনার।
নেটে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন অন্য দুই ওপেনার নাঈম ও লিটন। নাঈমের হাঁটুতে বল লেগেছে। লিটন দাসের ডান হাতে আঘাত করেছে বল। একই দিন তিন ওপেনারের চোট নিয়ে টিম ম্যানেজম্যান্টও বেশ চিন্তিত।
তবে জানা গেছে, লিটন ও নাঈমের চোট অতটা গুরুতর নয়। তামিমের পিঠের ব্যথারও চিকিৎসা চলছে। আফগান সিরিজে তিন জনেরই খেলার কথা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post