স্পোর্টস ডেস্ক:: আগামি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামসের জোড়া সেঞ্চুরিতে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। নেপালের ওপেনার কুশল মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিসও করেছেন।
আগে ব্যাট করতে নামা নেপাল ওপেনার কুশলের সেঞ্চুরি মিস করা ইনিংসে ২৯০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামসের সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
টস হেরে ব্যাট করতে নামা নেপাল কুশল ও আসিফের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯০ রান তুলে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন কুশল বাটেল। ১৩ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৯৯ রানে সাজঘরে ফিরেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আসিফ শেখ। ১০০ বলের ইনিংস তিনি সাজিয়েছেন সাত চারে। এছাড়াও ৪১ রান করেছেন কুশল মোল্লা।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড নাগারাভা ৪টি ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি করে উইকেট লাভ করেন।
২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে জোড়া সেঞ্চুরিতে ৪৪.১ ওভারে দুই উইকেটে ১৯১ রান তুলে ফেলে। ওয়েসলে মাধবেরে ৩২ রান করেন। ১২১ রানে অপরাজিত থাকেন ক্রেইগ আরভিন। অধিনায়ক সেঞ্চুরির ইনিংস সাজিয়েছেন ১২৮ বলে ১৫ চার ও ১ ছক্কায়। ১০২ রানে অপরাজিত ছিলেন শেন উইলিয়ামস। ১৩ চার ও ১ ছক্কায় সাজানো ছিলো তার ৭০ বলের ইনিংসটি।
নেপালের হয়ে গুলশান জা ১টি ও শম্পাল কামি ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post