স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী ঢাকায় চলে এসেছেন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে একে একে বিদেশী ফুটবলাররা আসছেন। ফাহামিদুলের পর এলেন হামজাও।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই তারকাকে নিয়ে বেশ স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইতিমধ্যে দেশের জার্সিতে তার অভিষেক হয়েছে। ভারতের বিপক্ষে খেলেছেন প্রথম ম্যাচ। লাল সবুজের জার্সিতে খেলতে দ্বিতীয়বার ঢাকায় এলেন তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল ইতিমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। সেই ক্যাম্পে যোগ দিচ্ছেন ফুটবলাররা। সোমবার সকালে দেওয়ান হামজা চৌধূরী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাফুফের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
জাতীয় স্টেডিয়ামে আগামি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ৪ ভুটানের বিপক্ষে একটি প্রস্তুুতি খেলবে বাংলাদেশ দল। হামজা প্রস্তুুতি ম্যাচে খেলবেন কিনা সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০