স্পোর্টস ডেস্ক:: আবারো শাস্তি পেলেন কোচ হোসে মরিনহো। এবার তাকে ১০ দিন থাকতে হবে মাঠের বাইরে। অর্থাৎ ইতালিয়ান লিগ সিরি’আতে মৌসুমের প্রথম দুই ম্যাচ রোমার ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
যদিও একই ঘটনায় আগেও শাস্তি পেয়ে ছিলেন রোমার এই কোচ। ইউরোপা লিগের ফাইনালে রেফারিকে গালাগালির কারণে উয়েফা তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে ছিলো। একই সাথে আর্থিক জরিমানা করেছিলো তার ক্লাব রোমাকেও।
এবার সেই ঘটনার দায়ে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষও শাস্তি দিলো মরিনহোকে। ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগে মরিনহোর নিষেধাজ্ঞা ১০ দিনের। নিষেধাজ্ঞার পাশাপামি ৫০ ইউরো জরিমানাও দিতে হবে তাকে।
সেভিয়ার বিপক্ষে ইুরো লিগের ফাইনালে রোমা হেরে যাওয়ার পর কোচ মরিনহো রেফারিকে গালাগালি করেন। দ্যা স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ সেদিন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর গাড়ী পার্কিংয়েও রেফারিকে আক্রমণ করেন। যার কারণে দু’দফা শাস্তি পেতে হলো তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post