স্পোর্টস ডেস্কঃ ব্যাঙ্গালোরেতে সাফ চ্যাম্পিয়নশিপ ও এর আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে সাফের চূড়ান্ত দল ঘোষণা করেন। ঘোষিত দলে জায়গা পাননি আলোচিত ফরোয়ার্ড এলিটা কিংসলে।
প্রাথমিক দলে থাকলেও ক্যাবরেরার মনে ধরে নি রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও মেহেদী হাসান শ্রাবণকেও। গত মার্চে সিশেলসের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এলিটার। জাতীয় দলে অভিষেক রাঙাতে না পারলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় ফরোয়ার্ডদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তিনি।
আবাহনী লিমিটেডের হয়ে ৮ গোল করেন এলিটা। তবু তাঁকে রাখা হয় সাফের দলে। এদিকে লিগে তাঁর চেয়ে কম গোল করেও জায়গা পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। প্রথমবারের মতো লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরসালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।
আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালোরেতে শুরু হবে সাফের এবারের আসর। এদিকে শনিবার কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই প্রস্তুতি ম্যাচের আগে ১২ জুনে দেশটির দল টিফফি আর্মির বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বেঙ্গল টাইগাররা। এরপর কম্বোডিয়া থেকে ভারতে যাবে বাংলাদেশ দল।
২৩ সদস্যের বাংলাদেশ দল-
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইশা ফয়সাল।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post