স্পোর্টস ডেস্কঃ সাইড স্ট্রেইন চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং। তাঁর বদলি হিসেবে আরেক ওপেনার কাইল মায়ার্সকে দলে নিয়েছে ক্যারিবিয়ানরা। এক সংবাদ বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট উইন্ডিজ। শুক্রবার আইসিসি মায়ার্সকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উইন্ডিজ দলে ব্র্যান্ডন কিংয়ের বদলি হিসেবে বাঁহাতি ব্যাটার মায়ার্সকে নেওয়ার অনুমোদন দিয়েছে ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট কারিগরি কমিটি। কিং পাঁজরে চোট পাওয়ার পর তাঁর বদলি হিসেবে ৩৭ টি-টোয়েন্টি খেলা মায়ার্সের নাম ঘোষণা করা হয়। শনিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’ এদিকে সেন্ট লুসিয়ায় গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১২ বলে ২৩ রানে ব্যাট করছিলেন কিং। এর মধ্যে রিস টপলিকে মারা ১০১ মিটারের ছক্কা ছিল।
নিজের ইনিংসের ১৩তম বলে স্যাম কারেনকে ডাউন দ্য উইকেট এসে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে পাঁজরের এক পাশে চোট পান কিং। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তিনি আর ব্যাট করতে পারেননি। রিটায়ার্ড আউট হয়ে ফিরতে হয় তাঁকে। মায়ার্স এখন পর্যন্ত ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন জাতীয় দলের হয়ে। চলতি বিশ্বকাপে উইন্ডিজ দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। দলের সঙ্গে আজ (শনিবার) যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর যুক্তরাষ্ট্রকে হারানো দলটি সুপার এইটে শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী রোববার হবে এই ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post