স্পোর্টস ডেস্কঃ প্রথমবার আন্তর্জাতিক ক্যারিয়ারে ওপেনার হিসেবে খেললেন স্টিভেন স্মিথ। অ্যাডিডেলে আজ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শুরুটা ভালো করতে পারেননি। ওপেনিংয়ের অভিষেকে আউট হয়ে গেছেন ১২ রান করে। উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার ওপেনার হিসেবে ব্যাট করলেন ডানহাতি এই ব্যাটার।
বুধবার সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নামে উইন্ডিজ। ব্যাটিংয়ের নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের আঁটোসাটো বোলিংয়ে থিতু হয়ে থাকার চেষ্টা করেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে তাদের বেশিক্ষণ থাকতে দেননি কামিন্স। দলীয় ১৪ রানের মাথায় কামিন্সের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ তু্লে দিয়ে সাজঘরে ফেরত যান চন্দরপল। ২৫ বল খেলে ৬ রান করেন তিনি। ১৩ রান করে কামিন্সের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার ব্রাথওয়েট। বোল্ড হয়ে ফেরত যান তিনি।
দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকিয়েছেন কির্ক ম্যাকেঞ্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ৭ বাউন্ডারিতে ৫০ রান করে (৯৪ বলে) হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ধরা পড়েন তিনি। এছাড়া কেমার রোচ দলের সম্মান বাঁচানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ৪২ বলে ১৭ রান করেন। ১৪ রান করেছেন আলজারি জোসেফ। আলিক আথানেজে করেছেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন জস হ্যাজলউড ও প্যাট কামিন্স।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয় নি অস্ট্রেলিয়ার। জীবনে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে স্মিথ টিকেছেন ২৬ বল। দুই চারে ১২ রান করার পর অভিষিক্ত শেমার জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তিনে নেমে মারনাশ লাবুশানও বাঁহাতি পেসার জোসেফের শিকার। ২৬ বলে ১০ রান করেছেন তিনি। ৪৫ রানে দুই উইকেট হারানো স্বাগতিকরা বাকি দিন পার করেছেন উসমান খাওয়াজা আর ক্যামেরন গ্রিনের ব্যাটে। খাওয়াজা ৩০ ও গ্রিন ৬ রান নিয়ে ক্রিজে আছেন।
Discussion about this post