স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ওমান। সংযুক্ত আরব-আমিরাতে চলমান এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওমানকে।
আগে ব্যাট করা পাকিস্তান মোহাম্মদ হারিসের হাফ সেঞ্চুরিতে ১৬০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ওমান পাকিস্তানের বোলিং তোপে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায়।
দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভাল হয়নি। দলীয় ৪ রানেই ওপেনার সিয়াম আয়ুব প্রথম বলেই ফিরেন সাজঘরে। আরেক ওপেনার ফারহান ২৯ বলে ২৯ রান করেন। তিনে নামা হারিস হাফ সেঞ্চুরি করলে বড় পূঁজি পায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্ছ ৬৬ রান করতে ৪৩ বল খেলেন তিনি। সাত চার ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ১৯ রান করেন মোহাম্মদ নেওয়াজ। ২৩ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ৭ উইকেটে ১৬০ রানে থামে পাকিস্তান।
ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালাম তিনটি করে উইকেট লাভ করেন।
১৬১ রানের টার্গেটে খেলতে নামা ওমান পাকিস্তানের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে। ১৬.৪ ওভারে ৬৭ রানেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন হামিদ মির্জা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আমির কালাম। ১০ রান আসে সাকেল আহমদের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে সিয়াম, সুফিয়ান ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































