স্পোর্টস ডেস্ক: বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন বিরাট কোহলি। ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে ক্রিকেটারের নাম বৃহস্পতিবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের বর্ষসেরা হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
গত বছর ৫০ ওভারের ক্রিকেটে ২৭ ম্যাচের ২৪ ইনিংসে ব্যাটিং করে কোহলির ব্যাটিং গড় ছিল ৭২.৪৭। তার নামের পাশে ছিল এক হাজার ৩৭৭। বছরে তার ৬ সেঞ্চুরির চেয়ে বেশি করতে পারেননি আর কেউ, সঙ্গে ফিফটি ৮টি। কোহলি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে তিন সেঞ্চুরিতে ৯৫.৬২ গড়ে করেন ৭৬৫ রান। এই টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।
এদিকে মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কান তারকা আতাপাত্তু ওয়ানডেতে ৮ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪১৫ রান করেন। ব্যাটিং গড় ৬৯.১৬ ও স্ট্রাইক রেট ১২৫.৩৭! বাঁহাতি স্পিনে একটি উইকেটও নেন তিনি। বর্ষসেরার পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে। আর কোহলি পেছনে ফেলেছেন দুই সতীর্থ শুবমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post