স্পোর্টস ডেস্ক:: টেস্ট সিরিজ সহজেই জেতা গেছে। দাপুটে খেলে বাংলাদেশ ‘রেকর্ড’ গড়া জয় তুলেও নিয়েছে। তবে ওয়ানডে ও টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জেতাটা যে খুব সহজ হবে না, সেটা মানছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমদ।
ঈদের পরপরই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই শুরু হবে ওডিআই সিরিজ। এরপরই সিলেটে ১৪ জুলাই শুরু হবে টি-২০ সিরিজ। পেসার তাসকিন বলছেন, চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে পেসাররা অবশ্যই ভালো করবেন।
তবে সিরিজ যে সহজ হবে না তা মানছেন তাসকিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘চ্যালেঞ্জিং হবে (আগামী সিরিজ)। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবারই প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত এটি সহজ হবে না। ’
ওয়ানডে সিরিজের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক জানিয়ে এই পেসার আরো বলেন, ‘সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। কিন্তু তবুও নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য নির্দিষ্ট করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post