নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষে সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। ডাক পেলেন নাঈম শেখ ও আফিফ হোসেন।
সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়ে গেলেন ইয়াসির আলি চৌধুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীও। এদিকে ফেরানো হয় নি স্পিনার নাসুম আহমেদকে।
গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল তাইজুল ইসলামকে। তিন ম্যাচেই তিনি ছিলেন না তেমন কার্যকরি। প্রতি ম্যাচেই রান বিলিয়েছেন। সিরিজে তার উইকেট প্রাপ্তির সংখ্যা ছিল ৬টি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁকে বসিয়ে রেখে নাসুমকে সুযোগ দেওয়া হয়।
সুযোগ পেয়েই প্রথম ম্যাচেই নাসুম তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ভেসে যাওয়াতে আর তিনি বোলিং করার সুযোগ পাননি। তৃতীয় ম্যচে গিয়ে অবশ্য তিনি কোনো উইকেট নিতে পারেননি। কারণ পেসারদের দাপটে আইরিশরা মাত্র ১০১ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশ দল ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজ খেলে আইরিশদের বিপক্ষে।
সেখানে নাসুমকে বসিয়ে সুযোগ দেওয়া হয় তাইজুলকে। কিন্তু ২ ম্যাচ খেলে তিনি খরুচে বোলিং করেন। উইকেট নেন মাত্র ২টি। এবার ঘরের মাঠে আফগানদের বিপক্ষে দলে ফেরার কথা ছিল নাসুমের। গত মাসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন বিশ্বকাপের আগে প্রত্যেক সিরিজে তাইজুল-নাসুমকে পরখ করে নিতে চান। অর্থাৎ এক সিরিজে নাসুম, আরেক সিরিজে তাইজুল। হাথুরুসিংহে বলেছিলেন, ‘বিশ্বকাপের আগ পর্যন্ত এমনটি চলতে থাকবে। আমরা সবাইকে অনেক অভিজ্ঞ করে তুলতে চাই।’
কিন্তু এবার ডাকা হলো না নাসুমকে। গত মাসে সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন নাসুম। এরপরও তিনি ব্রাত্য থেকে গেলেন আফগানদের বিপক্ষে সিরিজ থেকে। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৬ জুলাই হবে ম্যাচ দুটি।
বাংলাদেশের ওয়ানডে দল- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাইম শেখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post