নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে ফিরেছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
তবে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরি। এর মধ্যে রাব্বি খেলারই সুযোগ পাননি। তবে আসন্ন আফগান সিরিজে খেলতে পারবেন না তারা।
এদিকে ওয়ানডে সিরিজে খেলবেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ও দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তামিম কোমড়ের পুরোনো চোটের কারণে শেষ মূহুর্তে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে যান।
আর সাকিব ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পেয়ে সেই সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যান। এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলা হয়নি এই ফরম্যাটের নিয়মিত অধিনায়কের। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তবে ওয়ানডেতে ফিরছেন তিনি। ইতিমধ্যেই ফিট হতে অনুশীলনও শুরু করেছেন মিরপুরে।
এদিকে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে দারুণ পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
নাঈম শেখ ডিপিএলের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ১৬ ম্যাচ খেলে ১৬ ইনিংসে ৯৩২ রান করেছেন এই ওপেনার। ১ সেঞ্চুরির পাশাপাশি ১০টি ফিফটি হাঁকিয়েছেন। তবে বেশ কয়েকটি সেঞ্চুরি মিস করেন একেবারে কাছে গিয়ে। গড় ৭১.৬৯ আর স্ট্রাইক রেট ৯১.৬৪। আসরজুড়ে নাঈমের পারফর্ম্যান্স আলোচনায় ছিল। দলে ব্যাকআপ ওপেনারের প্রয়োজন ছিল। যার বদৌলতে ডাক পেয়েছেন আফগানিস্তান সিরিজে।
এদিকে আফিফও পারফর্ম করেছেন। মিডল অর্ডার ব্যাটিংয়ে আবাহনীকে শিরোপা জেতাতে সহায়তা করেছেন। ১৫ ম্যাচ খেলে ১৩ ইনিংসে ব্যাট করে ৫৫০ রান করেন আফিফ। আসরের দশম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে হাঁকিয়েছেন ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি। ব্যাটিং গড় ছিল ৫৫ আর স্ট্রাইক রেট ১১০.৬৬। গুঞ্জন ছিল এমন পারফর্ম্যান্সে আবারও আফগানিস্তান সিরিজে ডাক পেতে যাচ্ছেন আফিফ, সেটিই সত্যি হলো এবার।
ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post