স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া ও উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হলো রান উৎসব। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪১৫ রান হয়েছে। তবে ম্যাচটিতে ১১ রানের জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী এক ফিফটিতে ৭ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৩৬ বলে খেলেন ৭০ রানের ইনিংস, যে ইনিংসে ১২টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান এই ওপেনার। আরেক ওপেনার জশ ইংলিশ করেন ২৫ বলে ৩৯। এরপর অধিনায়ক মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা সুবিধা করতে না পারলেও ছয় নম্বরে নেমে টিম ডেভিড খেলে দেন ১৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস।
ডেভিডের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ছিল দুটি ছক্কা। এছাড়া ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ১৪ বলে ২১।উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৩টি উইকেট পেলেও খরচ করেন ৪২ রান। আলজেরি জোসেফের ২ উইকেট নেন ৪৬ রানে। জবাব দিতে নেমে উইন্ডিজকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনসন চার্লস এবং ব্রেন্ডন কিং। শুরু থেকেই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে রানের চাকা সচল ছিল ক্যারিবিয়ানদের। আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৭২ রান তোলে তারা।
পাওয়ারপ্লে শেষে ২৫ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন চার্লস। ব্রেন্ডন কিং অবশ্য তুলে নিয়েছেন ফিফটি। তবে ফিফটি হাঁকিয়েই থেমেছেন তিনি। ৩৭ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন কিং। এরপর ব্যর্থ হয়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটাররা। শেষ দিকে লড়াই চালান জেসন হোল্ডার। তবে তাতে হারের ব্যবধানই কমেছে শুধু। ১৫ বলে ৩৪ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তোলে উইন্ডিজ। ১১ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে ৩ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। এছাড়া ২ উইকেট তোলেন মার্কাস স্টয়নিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post