নিজস্ব প্রতিবেদকঃ গত সেপ্টেম্বরে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন তামিম ইকবাল। এরপর নানা নাটকীয়তায় যাওয়া হয় নি বিশ্বকাপে। ঘরের মাঠে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ডিসেম্বরে টাইগাররা যাবে কিউইদের মাঠে সাদা বলের সিরিজ খেলতে। তবে এই সিরিজগুলোতে নেই তামিম। তিনি ফিরবেন আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে।
সর্বশেষ জাতীয় লিগেও তামিমকে দেখা যায়নি। তিনি কবে আবারও ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা এসব নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। এরই মধ্যে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক। বৈঠক শেষে বিকেলে নিজের বাসার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম।
নিজের পরিকল্পনা খোলাসা না করলেও তামিম জানিয়েছেন জানুয়ারি পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলেছেন বিসিবি সভাপতি। এরপর বিপিএলে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি। এরপর আবারও বোর্ডের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘জিনিসটাকে লম্বা করার আমার কোনো ইচ্ছে নেই। প্রেসিডেন্টের সঙ্গে এবং বোর্ডের সঙ্গে অনেক কিছু আলোচনা করেছি। তাদেরকেও আমার সম্মান দিতে হবে। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছে, বিপিএল খেলার পর দেখা যাক কি হয় এরপর আবারও আলোচনা হবে।’
তামিম আরও বলেন, ‘ইচ্ছেকৃতভাবে জিনিসটাকে আমি কোনোভাবেই লম্বা করব না। আমি বলেছি আমার কি পরিকল্পনা। উনি বলেছেন আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। সবার সঙ্গে কথা বলে কঠিন সিদ্ধান্ত নেবেন। আমি অপেক্ষা করব এবং দেখব কি হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post