স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার কম্বোডিয়ার স্থানীয় সময় রাত ৯টার দিকে সেখানে পৌঁছায় তপু-সোহেল-জিকোরা। এর আগে বাংলাদেশের স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার দিকে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় লাল-সবুজের প্রতিনিধি দলের বহনকারী বিমান।
কম্বোডিয়ায় পৌঁছানোর পর স্বাভাবিকভাবেই বিশ্রামেই পার করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা। তবে রোববারই অনুশীলনে নামার কথা রয়েছে দলের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় সেই অনুশীলন শুরুর কথা রয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ জুন স্বাগতিক কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে ফিফা টায়ার-১’র ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই ম্যাচের পরই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য তৈরি হবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২১ জুন থেকে ভারতের ব্যাঙ্গালোরে শুরু হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। তবে একদিন পর ২২ জুন থেকে শুরু হবে বাংলাদেশের সাফ মিশন। ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে আসরের অতিথি দল লেবাননের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের সাথে খেলবে জামাল ভূঁইয়ারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post