স্পোর্টস ডেস্ক:: দেশের ক্রিকেটাঙ্গেন এমনিতেই তোলপাড়। বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটাঙ্গণে নানা ক্ষোভ আর হতাশা। এরই মধ্যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স হারের পর দলটির পদত্যাগকারী উপদেষ্টা ফাহিম আল চৌধুরী অভিযোগ করেছেন একজন ক্রিকেটার ফিক্সিং করে ম্যাচ হারিয়েছেন।
সিলেট টাইটান্সের একজন ক্রিকেটার ম্যাচ ছেড়েছেন, তার কাছে যথেষ্ট প্রমাণ আছে দাবি করেছেন ফাহিম আল চৌধুরী। ক্রিকেটাঙ্গণে এখন এই অভিযোগ নিয়ে রীতিমতো তোলপাড়। কে করছেন ফিক্সিং? বিপিএল থেকে সিলেট বিদায় করলেন কোন ক্রিকেটার? ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধ কোন ক্রিকেটার করেছেন? এ নিয়েই এখন জনমনে নানা প্রশ্ন।
ফাহিম আল চৌধুরী ফেসবুক লাইভে যা বলেছেন পাঠকদের জন্য তা হুবুহু দেওয়া হলো-
প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটানসের সঙ্গে প্রতারণা করেছে।
সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সঙ্গে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারত, তাঁর কত টাকা প্রয়োজন। তা দেওয়া হয়ে যেত। এই সত্য আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দেব না, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সঙ্গে হার। যাঁরা ম্যাচটা দেখেছেন, আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। এতটুকু আপনাদেরকে জানালাম এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে পুরোপুরি কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল, বেইমানী করা হয়েছে সিলেটের সঙ্গে।
তবে মানুষটা ভুল করে ফেলছে, সে ভুল জায়গায় হাত দিয়েছে। সে আমাদের সিলেটের আবেগের সঙ্গে হাত দিয়ে দিয়েছে। এই বিপিএল–টিপিএল সবকিছুই যে একটা বেইমানী, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। কিন্তু আমাদের সঙ্গে, আমাদের খেলোয়াড়রা সবাই কিন্তু আজকে ডিমোরালাইজড হয়ে গেছে। পুরা সিলেটের সিলেটের মানুষকে কান্না করানো হয়েছে বেইমানের কারণে। আমি কিন্তু তাকে এত সহজভাবে আমি তাকে ছাড় দেব না। ভালো থাকেন আপনারা।
বিপিএলের সেমিফাইনালে থামতে হলো সিলেট টাইটান্সকে। রাজশাহী ওয়ারিওয়ার্সের কাছে ১২ রানে হেরে দ্বিতীয় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চায়ের নগরের ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরের স্লো উইকেটে আগে ব্যাট করা রাজশাহীর ১৬৫ রান টপকাতে পারেনি মঈন, ওকস ও স্যাম বিলিংসদের সিলেট টাইটান্স। থামতে হয়েছে ১৫৩ রানে। ১২ রানের হারে ফাইনালের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী কেন উলিয়ামসন ও জিমি নিশামের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৬৫ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। দুই ছক্কা ও এক চারে সাজান ৩৮ বলের ইনিংসটি। চার চার ও দুই ছক্কায় ২৬ বলে ৪৪ রান করেছেন জিমি নিশাম। ৩২ রান করেছেন তানজীদ। ২৬ রান করেছেন ফারহান।
সিলেটের হয়ে সালমান ৩টি, নাসুম ও মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট পারভেজ ইমন ও স্যাম বিলিংসের দারুণ ব্যাটিংয়ের পরও ৮ উইকেটে ১৫৩ রানে থামে। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন ইমন। ২৮ বলে ৩৭ রান করেছেন স্যাম বিলিংস। ২১ রান করেন আফিফ। ১৫ রানে অপরাজিত থাকেন ক্রিস ওকস।
রাজশাহীর হয়ে বিনুরো ফার্নান্দো চারটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































