স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ায় নির্ভার রিয়াল মাদ্রিদ। শনিবার গ্রানাডার বিপক্ষে তাই ‘অচেনা’ ফুটবলারদের নিয়ে একাদশ সাজান কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যাচের একাদশ থেকে ১০ জনকেই গ্রানাদা ম্যাচে রাখেননি তিনি। তবুও জয় আটকায় নি রিয়ালের। দুটি গোল করেছেন ব্রাহিম দিয়াজ, একটি করে ফ্রান্সিসকো গার্সিয়া ও আর্দা গুলের।
ম্যাচ শেষে কাকে রেখে কার প্রশংসা করবেন, এটাই যেন বুঝে উঠতে পারছেন না আনচেলত্তি। তিনি বলেন, ‘এই মুহূর্তে দলের অবস্থা দারুণ। সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে, লড়াই করতে, নিজেদের মেলে ধরতে মুখিয়ে থাকে, দল হিসেবে খেলতে চায়। কোন ফুটবলার আমাকে বেশি চমকে দিয়েছে, তা বলা কঠিন। ব্রাহিম আমাকে মুগ্ধ করেছে, হোসেলু করেছে, ফ্রান (গার্সিয়া… দলে নতুন আসা সবাই দারুণ খেলেছে। দলকে এই অবস্থায় তুলে আনতে ওরা সবাই মৌলিক অবদান রেখেছে।’
চলতি লিগে ৩৫ ম্যাচে ২৮ জয় ও ছয় ড্রয়ে ৯০ পয়েন্ট রিয়ালের। ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে স্রেফ ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post