স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর জয় অস্ট্রেলিয়ার। গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে রোমাঞ্চকর ২ উইকেটের জয় পেয়েছে অজিরা। জয়ের নায়ক ওপেনার উসমান খাজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ব্যাটার।
শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স দারুণ এক জুটি গড়েন নাথান লায়নকে নিয়ে। তাতে ২ উইকেটের জয় পায় তাঁর দল। ৫ ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে যায় সফরকারীরা। ৭৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন কামিন্স।
৯ নম্বরে কামিন্স যখন ক্রিজে যান, তখনও জয় থেকে ৭২ রান দূরে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার সময় তাদের দরকার ছিল ৫৪ রান। এরপর লায়নের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন এই ডানহাতি ক্রিকেটার।
দারুণ এই জয়কে সবগুলো থেকেই আলাদা রাখছেন কামিন্স। অস্ট্রেলিয়ার এই অধিনায়কের কাছে এই জয় ‘এক’ নম্বরে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এক নম্বর, অবশ্যই, এক নম্বর। অ্যাশেজ সিরিজর প্রথম ম্যাচ, এরকম জয় এক নম্বর। এই জয়ে ও ১-০তে এগিয়ে যেত পেরে আমাদের ড্রেসিং রুম এখন বেশ উচ্ছ্বসিত। এটা দারুণ সন্তুষ্টির।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post