স্পোর্টস ডেস্কঃ কায়েস আহমেদ ও সালমান ইরশাদের বোলিং তোপে বড় পুঁজি গড়তে পারেনি বাংলা টাইগার্স। এরপর মরিচভিল স্যাম্প আর্মির ব্যাটাররা সেই রানকে আগ্রাসী ব্যাটিংয়ে আরও ছোট বানিয়ে সহজেই জয় তুলে নয়। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে এসেছে মরিচভিল। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে বাংলা টাইগার্স।
মঙ্গলবার টি টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে মরিচভিল স্যাম্প আর্মি। এদিন আগে ব্যাটিং করে ৮২ রান করে বাংলা। জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মরিচভিল।
এদিন বাংলা টাইগার্সের দেওয়া ৮৩ রান তাড়া করতে নেমে ১২ রানেই প্রথম উইকেট হারায় মরিচভিল। তবে এরপর ওপেনার আন্দ্রিয়াস গৌসের ২০ বলে ৪২ রানের ঝড়ে জয়ের রাস্তা প্রসস্ত হয় তাদের। মাঝে দ্রুত ৩ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি দলটির।
এর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা। সর্বোচ্চ ১৩ বলে ২৭ রান করেন জর্ডন কক্স। এছাড়া বেনি হাওয়েল করেন ৬ বলে ১১ রান।
মরিচভিলের হয়ে কায়েস আহমেদ ও সালমান ইরশাদ সমান ৩টি করে উইকেট নেন। এর মধ্যে কায়েস ১৫ রান খরচ করেন ২ ওভারে। আর সালমান মাত্র ২ ওভারে ১২ রান দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post