স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই বিগ ব্যাশে বড় কাণ্ড ঘটিয়েছিলেন টম কারান। এই ইংলিশ অলরাউন্ডার আম্পায়ারকে ভয় দেখিয়েছেন। আর এতে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজ দল সিডনি সিক্সার্সের মাধ্যমে আপিল করেন টম কারান।
কিন্তু সেই আপিলে কাজ হয়নি। ধোপে টেকেনি কারানের পক্ষে দেওয়া যুক্তি। আর তাই খারিজ করে দেওয়া হয়েছে আপিল। বহাল রাখা হয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি। যদিও কারানের অনুশোচনাকে ভালোভাবেই দেখছে সিএ। তবে আম্পায়ারদের সম্মান প্রদর্শন করাকে অপরিহার্য বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মূল ঘটনা হলো, গেল ১১ ডিসেম্বর বুধবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে রান-আপ নিচ্ছিলেন কারান। সেখানে উপস্থিত আম্পায়ার না করেন, পিচের উপর দিয়ে যেতে। তবে আম্পায়ারের কথায় কর্ণপাত না করে, পিচের একটি অংশের উপর দিয়ে দৌড়ান তিনি।
আম্পায়ার তাকে সতর্ক করেন। তবে উইকেটের অন্য প্রান্তে গিয়েও একই কাজ করেন কারান। ফের আম্পায়ার বাঁধা দিলে, তেড়ে আসেন সিডনি সিক্সার্সের এই অলরাউন্ডার। তখন স্টাম্পের কাছাকাছিই ছিলেন আম্পায়ার। পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে পাশে সরে যান আম্পায়ার।
এর ভিডিও ফুটেজ দেখে শুনানিতে ডাকা হয় টম কারানকে। শুনানিতে অংশ নিলেও, নিজের দোষ স্বীকার করে নেননি এই ক্রিকেটার। তবে ভিডিও ফুটেজে দেখা যায়, কারান অস্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছিলেন আম্পায়ারের দিকে এবং তাকে সরে যেতেও ইঙ্গিত করছিলেন।
দোষী প্রমাণিত হওয়ায় সিএ ৪টি ডিমেরিট পয়েন্ট দেয় কারানকে। যার ফলে বিগ ব্যাশে আগামী ৪ ম্যাচে কারান খেলতে পারবেন না। এরপরই এই শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন তিনি। এবার সেটি খারিজ হলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post