নিজস্ব প্রতিবেদক:: কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে ফেডারেশন কাপের ফাইনাল স্থগিত হয়ে গেছে। আলোক স্বল্পতায় নির্ধারিত সময় শেষ করতে পারেননি রেফারি। তাই ১৫ মিনিট বাকী থাকতেই স্থগিত করা হয়েছে ফেডারেশন কাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা কিংস ও আবাহনী্
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় আবাহনী ও বসুন্ধরা। ১-১ গোলে ‘ড্র’ থাকা ম্যাচটি আলোক স্বল্পতায় স্থগিত হয়েছে। ২০১৮ সালের পর আজ আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড। ১০৫ মিনিট খেলা হয়েছে। এরপরই দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ স্থগিত করেন রেফারি।
নির্ধারিত সময়েই ম্যাচটি শুরু হয়। তবে বিরতিরপর খেলা শুরু হতেই ময়মনসিংহে শুরু হয় কলবৈশাখি ঝড়। এক ঘন্টা পরে পুনরায় খেলা শুরু হয়। তবে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। ম্যাচের নির্ধারিত সময় শেষ করা যায়নি। অতিরিক্ত সময়ে শেষ হতে হতে আলো কমে যায়।
শিরোরপার লড়াইয়ে লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টিনার হুয়ান লেসকানো ফরোয়ার্ড। বসুন্ধরার জার্সিতে অভিষেক গোল করেন তিনি। বসুন্ধরা এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
পিছিয়ে পড়া আবাহনী ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি। ১৫ মিনিট পরেই আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। ১-১ গোলের সমতা রেখে বিরতিতে যায় দুই দল। বিরতির পর খেলা শুরু হতেই কালবৈশাখীর ঝড় শুরু হয়। এতে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা আবার শুরু হয়। তবে কোনো দলই লিড নিতে পারেনি।ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ যখন শেষ হওয়ার পথে ঠিক তখনই বড় ধাক্কা খায় বসুন্ধরা। ১০৩ মিনিটের সময় অযথা সুমনকে ফাউল করেন বদলি নামা ফয়সাল আহমেদ ফাহিম। তার শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমন। এতে শেষ ১৭ মিনিট ১০ জন পরিণত হয় বসুন্ধরা। এপরই আলোক স্বল্পতায় ম্যাচ স্থগিত করেন রেফারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০