স্পোর্টস ডেস্ক:: কিছু দিন আগেই রিয়ালের জার্সিতে বর্ণবাদের শিকার হয়ে ছিলেন ভিনিসিউস জুনিয়র। বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে এবার কালো জার্সিতে মাঠে নামছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন রাত দেড়টায় ফিফা প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে মাঠে নামবে।
কালো জার্সিতে মাঠে নামার বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে ব্রাজিল। সাধারণ ব্রাজিলিয়ানরা হলুদ জার্সিতেই খেলেন। মাঝে মধ্যে নীল রঙের জার্সিও দেখা যায়। তবে এবার বর্ণবাদ বিরোধী আচণের প্রতিবাদে দলটি কারো জার্সিতে খেলবে।
ব্রাজিল আগেই জানিয়েছে, আফ্রিকার দু’টি দেশের বিপক্ষে এবারের দু’টি প্রীতি ম্যাচ খেলছে মূলত বর্ণবাদ বিরোধী আচরণের প্রতিবাদ জানানোর কারণে। স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদের মাঠে মুখোমখুি হবে দুই দল। চোটে থাকা নেইমারকে ছাড়া ব্রাজিল মূল একাদশ নিয়েই মাঠে নামছে।
ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, অ্যালিসন থেকে শুরু করে ক্যাসেমিরো, রিচার্লিসনরাও আছেন একাদশে। গিনির বিপক্ষে আজকের ম্যাচের পর সেনেগালের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল।
কালো জার্সিতে খেলার বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় সিবিএফ লিখেছে. ‘আজকের দিনটি বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বর্ণবাদের বিরুদ্ধে কোনো খেলা নেই। সেজন্য ব্রাজিলের ইতিহাসে এই প্রথমবার কালো জার্সিতে মাঠে নামবে দল। মাঠ এবং মাঠের বাইরে বর্ণবাদের বিপক্ষে জয় চাই। একসাথে সেই যাত্রা শুরু করা হউক।’
ব্রাজিলের একাদশ : অ্যালিসন; দানিলো; মিলিতাও; মারকিনিউস; লুকাস; জুয়েলিংটন; ক্যাসেমিরো; পাকুয়েতা; রদ্রিগো; রিচার্লিসন ও ভিনিসিয়ুস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post