স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল টমাস টুখেলের দল। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৩-১ ব্যবধানে। গত রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইন জোড়া গোল করেছেন।
ঘরের মাঠে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন কেইন। দ্বিতীয় গোলটি তার পা থেকে আসে ম্যাচের ৬৬ মিনিটে। বাকি গোলটি করেন টমাস মুলার, ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে। দারুণ এই জয়ে কিছুটা চাপমুক্ত হয়েছেন বায়ার্নের কোচ টুখেল। প্রথম লেগে হার এবং বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকা বেয়ার লেভারকুসেন থেকে ১০ পয়েন্ট পিছিয়ে বেকায়দায় আছে। এর মধ্যে এই ম্যাচে হারলে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলে থেকে বাদই পড়তে হতো বায়ার্নকে। তবে জয় পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বায়ার্ন শিবিরে।
এর আগে ম্যাচের ৩৮ মিনিটে মুলারের হেডে বাড়ানো বল রাফায়েল গেরেইরো নিয়ন্ত্রণে নিতে না পারলে পেয়ে যান কেইন। মাথা খানিকটা ঝুঁকিয়ে হেডে বল জালে জড়ান ইংলিশ অধিনায়ক। বিরতির আগে মাথিয়াস ডি লিটের ভলি জালের পথে থাকলেও সামনে থাকা মুলার হেডে গোল নিশ্চিত করেন। এরপর ৬৬ মিনিটে লেরয় সানের শট লাৎসিও গোলকিপার প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা কেইন সহজেই বল জালে পাঠান। এটি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে তার ষষ্ঠ গোল, সব মিলিয়ে ২৭তম। আর বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ৩৩ গোল হলো তাঁর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post