স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্লাব হিসেবে টানা ৪টি লিগ শিরোপা জেতার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। রোববার লিগের শেষ ম্যাচ জিতে এই শিরোপা উদযাপনে মাতে সিটিজেনরা। ক্লাবের হয়ে এই ইতিহাস গড়ার অন্যতম মূল কারিগর পেপ গার্দিওলা। তার অধীনেই টানা চার বার শিরোপা জিতে সিটি। একইসাথে গেল সাত আসরের মধ্যে ছয় বারই চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার লিগে।
পেপ গার্দিওলার জন্য তাই অভাবনীয় সাফল্যের উৎসবের রাত ছিল রোববার। তবে ইতিহাদ স্টেডিয়ামে যখন উৎসবের আমেজ, তখন অ্যানফিল্ডে বিদায়ের করুণ সুর। লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ এদিন ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সাড়ে ৮ বছর দায়িত্ব পালন করার পর স্বেচ্ছায় ক্লাব ছেড়ে যাচ্ছেন ক্লপ। নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা কোচকে রাজসিক বিদায় দেন অলরেডরা।
তাই স্বাভাবিকভাবেই ক্লপের প্রসঙ্গ আসে ম্যান সিটি কোচের সামনে। পেপ গার্দিওলা যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন, তখন প্রশ্ন ছুঁড়ে তার দিকে। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন গার্দিওলা। ক্লপের কথা বলতে গিয়ে চোখে জল ভেসে উঠে, গলা ধরে উঠে। তবুও আবেগ সামলে নিয়ে কথা বলেন, ক্লপকে নিয়ে। সাংবাদিক জানান, ক্লপ নিজের সংবাদ সম্মেলনে প্রশংসা করেছে গার্দিওলার। ক্লপ জানিয়েছেন, সিটির ডাগআউটে অন্য কেউ থাকলে এমন অর্জন কেউ করতে পারত না।
গার্দিওলা বলেন, ‘আমি তাকে অনেক মিস করব…’ (আবেগাপ্লুত হয়ে পড়েন গার্দিওলা)। খানিক পর নিজেকে সামলে নিয়ে গার্দিওলা আবার বলা শুরু করেন, ‘ইয়ুর্গেন আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তিনি আমাকে কোচ হিসেবে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। আমরা একে অপরকে অবিশ্বাস্য রকমের সম্মান করি। আমার এমনটা মনে হচ্ছে যে, উনি আবার ফিরে আসবেন।’
ক্লপের সেই মন্তব্য প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘উনি যে কথাগুলো বলেছেন, সেটার জন্য ধন্যবাদ। তবে তিনি জানেন, সাফল্য পাওয়ার জন্য সিটি আমাকে অনেক কিছুই দিয়েছে। আর নয়তো আমি একা কিছু করতে পারতাম না। আমি তার কথা বুঝতে পেরেছি। আমি তার জন্য শুভ কামনা জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post