নিজস্ব প্রতিবেদক:: ক্ষমতার পালা বদল হয়েছে। আবাহনীর ক্ষমতা এখন মোহামেডানের। আবাহনী আগে যেসব সুবিধা আদায় করতো, মোহামেডান এবার তার সবটাই করেছে। তবুও মুকুট বদলালো না। ঢাকা প্রিমিয়ার লিগের মুকুট ক্ষমতাহীন সময়েও ধরে রাখলো আবাহনী। এবারের ডিপিএল শিরোপা জিতলো মোসাদ্দেক হোসেনের দল।
ঢাকা প্রিমিয়ার লিগের ২৪তম শিরোপা আবাহনী জিতল সেই মোহামেডানকেই হারিয়ে। তারকায় ঠাসা যে মোহামেডান, তাদেরকে হারাতে হলো শিরোপা। মোহামেডানের দেওয়া ২৪০ রানের টার্গেট মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে হেসেখেলেই টপকে গেছে আবাহনী ছয় উইকেটের জয়ে শিরোপা রাজত্ব বজায় রাখলো দলটি।
মিরপুরের হোব অব ক্রিকেটে আগে ব্যাট করতে নামে মোহামেডান। আরিফুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৪০ রান তুলে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে সংগ্রহ করেন রিয়াদ ও আরিফ দু’জনেই। ৫৭ বলে তিন চার ও দুুই ছক্কায় নিজের ইনিংসটি সাজান আরিফুল। রিয়াদ তার ইনিংসে ৬৪ বলে ছয় চার ও দুই ছক্কা হাঁকান। নয় বাউন্ডারিতে ৪৭ বলে ৪৫ রান করেন অধিনায়ক রনি তালুকদার।
আবাহনীর হয়ে মৃত্যুঞ্জয় ও মোসাদ্দেক দু’টি করে উইকেট লাভ করেন।
২৪১ রানের টার্গেটে খেলতে নামা আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও জিসান আলমদের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ছয় চার ও এক ছক্কায় ৫৩ বলে ৫৫ রান করেন জিসান আলম। ৭৯ বলে ছয় চার ও দুই ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন মিঠুন। পাঁচ ছক্কা ও ছয় চারে ৬৫ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সৈকত।
মোহামেডানের হয়ে নাসুম ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০