নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় দিন আজ। আর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
মূলত দেড়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে আবহাওয়ার কারণে আধা ঘন্টা পিছিয়ে নেওয়া ম্যাচ। যার ফলে টসও আধা ঘন্টা বিলম্বে অনুষ্ঠিত হয়েছে। তবে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের সেই কাঙ্খিত টস।
সেই টস জিতেছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টস হারার ফলে আগে ব্যাট করতে নামছে ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে।
এই ম্যাচে একাদশে তিন বিদেশি খেলাচ্ছে ঢাকা ডমিনেটর্স। আর তারা হলেন পাকিস্তানের শেহজাদ, শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা ও আফগানিস্তানের উসমান গণি। আর দেশিদের মধ্যে আছেন সৌম্য, তাসকিন, মিঠুন, আরাফাত সানীদের মতো ক্রিকেটাররা।
এদিকে খুলনা তারকাবহুল একাদশ সাজিয়েছে। দলটির বিদেশী কোটায় খেলছেন তিন পাকিস্তানি শারজিল খান, আজম খান ও ওয়াহাব রিয়াজ। এছাড়া নেদারল্যান্ডসের ভন মিকিরিন আছেন। আর দেশিদের মধ্যে আছেন তামিম ইকবাল, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদের মতো ক্রিকেটার।
ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মোহাম্মদ মিঠুন, দিলশান মুনাভিরা, আরিফুল হক, মুক্তার আলি, উসমান গণি, তাসকিন আহমেদ, আরফাত সানী ও আল আমিন হোসেন।
খুলনা টাইগার্স একাদশ
ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, শারজিল খান, আজম খান, সাব্বির রহমান, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ ও পল ফন মিকিরিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post